ভালোবাসার পাখি
মৃনাল কান্তি বাগচী
তুমি ভালোবাসার পাখি খুঁজছো?
ভালোবাসার পাখি এইভাবে
খুঁজলে পাওয়া যায়না,
ভালোবাসার পাখি উড়ে বেড়ায়না।
সে এমনি এসে ধরা দেয়,
মনের খাঁচায় চুপটি করে থাকে,
অনুভবের অনুভূতি দিয়ে
বোঝে হৃদয়কে।
ভালোবাসার পরশে
সব দুঃখ বেদনা ভুলে যায়,
অভিমানের পালকগুলি
খসে পড়ে ভালোবাসার ছোঁয়ায়।
নিজেকে মেলে ধরে
আদরে সোহাগে,
মনো বীণায়
ভালোবাসার রাগিনী
বাজে বেহাগে।
শিহরণের পুলকে
মেতে ওঠে
পাখির দেহ মন ও প্রাণ,
মনের নীল কণ্ঠ পাখির গান
মাতিয়ে তোলে পারিজাত বন।
পাখিকে খুঁজোনা
অন্য কোন ভালোবাসার বনে।
পাখিরা ধরা দেয় আপনা আপনি
মনের বসন্ত বনে।
অন্য কোথাও
তুমি পাখি খোঁজার
চেষ্টা করোনা,
যে পাখি একান্ত তোমার
আপনি এসে দেবে ধরা
তাকে দেখতে পাবে
হৃদয়ের আয়না।।।
——–++++++++——-