কবি
মণিকা বড়ুয়া
কবির মৃত্যু হয় না।
কবিতা পাত্রের অমৃত তাঁকে বাঁচিয়ে রাখে।
ধারাপ্ত গুনে গুনে যেমন শেষ হয় না
বৃহৎ থেকে বৃহতের অঞ্জলি নেয়—-
তেমনি কবি অনির্বাণ শিখায় জ্বলেন।
পাঠক বাড়ে— বাড়ে—।
অসাধুর সন্দেহ হয়—
উঁচু আসনীর হৃদ্ কম্প হয়—
চেয়ার বুঝি নড়ে!
কবি বধ্যভূমিতে যান
কবিকে খুন করা হয়
কবির বদনাম—
তবু অবিচল কবি।
কলম চলে।
বিবেক যেন চির উজ্জ্বল প্রদীপ—-
পাঠকের আঁজলায় আগুন ও অমৃত—।
———————