একমুঠো অনুভূতি
আগন্তুক
সব কথা কি মুখে বলা যায়,
কিছু কিছু বুঝেও নিতে হয়!
দর্পণ কি আর বুকের ক্ষত জানে,
অনেক সুখে অশ্রুপাত ও হয়!
এক চেহারায় হাজারো মুখোশ থাকে,
হাজারো মুখোশ জানে কায়দা আজব!
আবেগে ভেসে মজলে মুখোশ মাঝে,
বিপাকে পড়ে হতেও পারো গর্ধব!
জেনো,প্রয়োজনে সব কিছুই দামী,
অতি প্রচারে অজ্ঞানি ও নামী,
তাই সৌড়ালোকে মোমের বাতি জ্বেলে,
আঁধার মোছা নিছকই ভন্ডামী!
এ পৃথিবীতে কেউ নয় কম বেশী,
সবের মাঝেই কিছু না কিছু আছে।
রাতের ক্রোরের শোভায় যেমন চাঁদ,
দিনের আলোয় সূর্য ও তেমন হাসে।
তাই, দ্বীপ্তজ্ঞানে সিক্ত হয়ে তবে,
কিছু না বলা কথাও বুঝে নিতে হবে!
জীবন মৃত্যুর দুর্গম পথের যাত্রায়..
মন্দ-ভালো , সুখ-দুঃখ একত্রেই রবে!
“””””””'”””””””””””””’