সিম্ কার্ড
মণিকা বড়ুয়া
কে যেন সিম্ কার্ড এক জড়িয়ে দিল বুকে।
তারপরে ইতিহাস হয়ে যাই—
শুধুই দেনা পাওনা—ছোট থেকে বড়ো, বড়ো থেকে বুড়ো আবার সিম্ ভেঙে নতুন সিম্ কার্ড বসায়।
নতুন পথে নতুন যাত্রা পালা শুরু।
সেই ইতিহাস ঘুরতে থাকে।
আবর্তকাল শেষ হলে মিশে যাই পরমাণুর ভিড়ে।
পরমাণু জ্যোতি হয়ে আধার হয়— নির্দিষ্ট কাজের শেষে ফিরে যাই গোত্রহীন পরিচয়ে।
———————–