” মর্মকথা “
✍️ শিব প্রসাদ হালদার
কয়লা ধূলেও যায় না ময়লা
যতই করো চেষ্টা,
মরুভূমিতে ঘুরলে কি আর
মিটবে প্রবল তেষ্টা?
জ্ঞান যদি না থাকে তবে
বলবে কি কেউ জ্ঞানী?
হাট্ বাজারে কিনে মান
যায় না হওয়া মানী !
মান সম্মান বড়ই অমূল্য
অর্থ দিয়ে নয়,
ভালবাসায় পারলে গড়তে
দীর্ঘস্থায়ী হয়।
হিংসা বিদ্বেষ বড়ই ঘৃণ্য
শুধুই করে ধ্বংস,
জলে দুধে থাকলেও জল
খায়না রাজহংস।
ধূপকাঠিতে লাগলে আগুন
বিলিয়ে দেয় গন্ধ,
ফুলবনেতে ফুটলে গোলাপ
গন্ধ হয় না বন্ধ।
বৃক্ষ যদি না চেনে কেউ
ফলে পরিচয়,
দুষ্ট লোকের মিষ্ট কথায়
করে অভিনয়।
চুম্বকেতে লোহা টানে
কষ্টি চেনে সোনা,
বিজ্ঞজনে মানুষ চেনে
জানে সর্বজনা !!
—oooXXooo—