বেঁচে আছি
আগন্তুক
ফিরে পাবো না জেনেও ছবি আঁকি!
পক্ষীরাজের ঘোড়ায় চেপে কল্পনায় ভাসি..
মিঠা স্বপ্ন বুনি রোজ !
হারিয়েছি যা কালের স্রোতে,
মেঠোপথ, খোলা মাঠ, শৈশব..
তারা যে আর কেউই রাখে না খোঁজ!
পুঞ্জীভূত আশ গুলি সম্বল করে,
যখনই উড়াল দিতে চাই..
গাছ হয়ে যায় মন !
শ্বাসের পরে শ্বাস ঊর্ধ্বশ্বাসে ধায়।
‘আলো’ আঁধারের আবছায়ায় মিশে যায়..
বেচেঁ আছি জানান দেয় ক্ষীণ স্পন্দন।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,