পুজো এলো, চলেও গেলো। আসল পূজো কোথায় হলো। পুজো শেষের আগেই কত যে দেবী বিসর্জনে চলে গেলো। দেবী আমার অবহেলিত সেই রয়েই গেলো। মাটির প্রতিমা পুজো করে হায়, দেখি তো সর্বজনে। মানুষ প্রতিমা সামনে দেখেও, পুজো করে কয়জনে। সমাজ আমার ভীষণ খারাপ, নারী সন্মান দিতে জানেনা। পুরুষেরা আজ আত্মঅহংকারী যে বড়ো, নারীরে মূল্য দেয়না। নারী বিনে হায় হয়না সৃষ্টি। নারীজাতি বিনা, বহমান হতেই পারেনা, উন্নত মানব কৃষ্টি। নারী করে উজ্জ্বল, দুইখানি কুল, পুরুষ কি তা পারে। উন্নত হতে পারেনা পরিবার, যদি নারীধন না রয় সংসারে।