দুটি পাতা আর কুঁড়ি
প্রেমাঙ্কুর মালাকার
“সুখিয়াপোখরি”, থেকে ফিরে চলি,
” মিরিকে”র পথ ধরে-
পথের দুধারে, দেওদার বন,
দেখে বিস্ময় ঝরে!
মসৃণ পথ, রেখা টেনে চলে,
সর্পিল এঁকেবেঁকে ;
সবুজ ফার্নে, পুরোটা পাহাড়,
কোথাও দিয়েছ ঢেকে!
“মিরিক” যতোই, এগিয়ে আসছে,
দৃশ্য বদল শুরু –
চায়ের বাগান! নাকি সে পাহাড়ে,
পারসি গালচে পুরু?
মহিলা শ্রমিক, ব্যস্ত বাগানে,
পিঠে বাঁধা আছে ঝুড়ি ;
ওরা যান্ত্রিক, দ্রুতহাতে তোলে,
দুটি পাতা এক কুঁড়ি!
—oooXXooo—