রবির প্রতি শ্রদ্ধার অর্পণ
🙏🙏🙏🙏🕊️🙏🙏🙏🙏🕊️
আছে দুঃখ , আছে মৃত্যু , বিরহদহন লাগে ,
তবুও শান্তি , তবু আনন্দ , তবু অনন্ত জাগে !
হেরিলে তারে ভাবিলে তারে রাখিলে স্মরণ মাঝে ,
সর্ব হৃদয় বিকশিত হয় , সকাল হইতে সাঁঝে !
গীতাঞ্জলির অমৃত বাণী সহজ পাঠের ধারায় ,
পদ্মদীঘির ঘাট হইতে গ্রাম শহর পাড়ায় !
প্রশ্ন নামক চিন্হ একে শিশু হইতে বৃদ্ধের বুকে ,
বিরাজ যে তার সর্ব দিশায় এই ভূবন ধরায় !
এক রবি মোর বিশ্বলোকে ,
আঁধার মোছা আলোক ছটায় !
এক রবি মোর ভূবন মাঝে ,
প্রেম বিরহের গীতি সুধায় !
তারে ভুলি কেমনে ,
সে যে মোর হৃদয় গগনে !
দিবানিশি ভোর শয়নে স্বপনে ,
জ্ঞানের আলোকে চেতনে জাগরণে !
সে রয় যে সদা হৃদয়ে মম ,
হয়ে চির বরেণ্য ঈশ্বর সম !
প্রনাম জানাই তার চরণ কমলে ,
ধূলায় লুটায়ে নমঃ নমঃ নমঃ !
“”””””””””””””””