সেই মায়েদের ব্যথা
✍️শিব প্রসাদ হালদার
গর্ভে ধরার তৃপ্তি শেষে যে জননীর যন্ত্রণা
কান পাতলেই যায় শোনা,সভ্য সমাজেও আলোচনা
বুক ভরা ব্যথা নিয়ে, দিন কেটে যায় নীরবে
সুপ্ত ব্যথা লুপ্ত হবে, কেউ জানে না তা কবে– !
মন চাইলেও যায়না বলা- কুরে কুরে খায়
সন্তানের মঙ্গলার্থে- মন যে তবুও চায়
কত মায়ের বুকের ব্যথা,সভ্য সমাজেই যায় শোনা
যদিও তা নয় অধিক – মুষ্টিমেয় হাতেগোনা
দিকে দিকে যাচ্ছে শোনা, হচ্ছে যত উন্নত
সন্তানের কীর্তি দেখে, লজ্জায় হচ্ছে মাথা নত
স্ত্রৈণ যে সব সন্তান – হয়ে পড়ছে বশীভূত
সেই সন্তান আর থাকেনা,কোন মায়ের মনঃপুত
যুগের হাওয়ায় সংক্রামিত,যাচ্ছে বেড়ে অপরাধ
সুখ চাইলেও মিলবেনা সুখ,শুনতে হবে অপবাদ
অহংকারে নেই স্বস্তি-মাশুল একদিন গুনতেই হবে
সেদিন কিন্তু পথ পাবে না, সবই যে লেখা রবে
“জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী———”
কালের স্রোতে ভুলে গিয়ে,কত সন্তান হচ্ছে দোষী
মূল্যায়নের মূল্যবোধ- জাগবে বুঝি তাদের কবে?
সেই দিনেতে সকল মা- প্রকৃতই সুখী হবে——!!
–~০০০XX০০০~–