সুখ পাখিটা
আগন্তুক
তুমি বুঝি মান করেছো !
তাই বুঝি খবর নাওনা আর !
আমার এই দুর্দিনের কথা ভেবে ,
মুখ খানি কি ? করে রেখেছো ভার !
তুমি জানোই তো আমি অবুঝ ,
কেবল তোমারেই বুঝি !
দিবা নিশি রাত ভোর শুধু ,
তোমার তোমারেই মন কুটিরে খুঁজি !
তুমি বলেছিলে মেঘ কাটলেই ,
শান্তির দূত হয়ে আসবে ফিরে !
সেই থেখেই সজ্জা সাজিয়ে চলেছি ,
নিশ্চিন্তে নিদ্রা দেবো বলে শান্তির নীড়ে !
ঐতো জয়ের পতাকা উড়ছে …
চারি দিকে শঙ্খ ধ্বনিতে ভরছে !
কালো মেঘ কেটে আকাশের বুকে ,
সাতরাঙা রামধনু হাসছে !
তবে কেনো আমার চোখে জল ?
দুক্ পুক্ করে কাপছে কেনো বুকটা ?
অভিমান ভাঙেনি বুঝি তোমার ,
পাওনি বুঝি খুঁজে কোথাও তোমার সত্তাটা ?
“‘”””””””””””””””””””””””””””'”””