মা
কিশোর বিশ্বাস
কালাহান্ডীতে দুর্ভিক্ষ নিত্য নৈমিত্তিক ব্যাপার কিন্তু সে বছরে যেন একটু বেশী দুর্ভিক্ষ দেখা দিল। না খেতে পেয়ে ধপাস ধপাস লোক মরতে লাগল।বিধবা সুন্দরী বাসন্তী দুটো ছেলেকে নিয়ে পেটের জ্বালায় গাছের পাতা খেতে আরম্ভ করল। তিন দিন পর তার বড় ছেলেটা কলেরায় মারা গেল।সে ছোট ছেলেটাকে নিয়ে পাগল হয়ে ছুটে গেল মোড়লের বাড়ি। মোড়ল একটা সর্ত দিল। বাসন্তী সে সর্তে রাজী হয়ে গেল। গ্রামের পাঁচ জনের সামনে মোড়ল তার ছেলেকে খাওয়াবে পরাবে এই সর্তে রাজী হলে বাসন্তী আর বিপত্নীক মোড়লের বিয়ে হয়ে গেল। বৌভাতের পর আনন্দে মোড়ল বাসর ঘরে গেল – দেখে বাসন্তী খাটে নয় ফ্যানে ঝুলছে।
–~০০০XX০০০~–