নিরন্তর চলিবে
রণজিৎ মন্ডল
প্রদীপের শেষ আলোক শিখা,
মন্দিরে ঘরে আলোকিত করে
নিভে যায় নিশ্বাসে।
কে দেখে ফিরে ধোয়া কত দূরে,
নিঃস্ব হয়ে কেঁদে কেঁদে ফেরে
এই আঁধারেই শেষে।
কার আলোয় আলোকিত করে,
জ্বেলেছিলে যারে মন্দিরে ঘরে,
সাধনা তোমার পূরণ করিলে
সাধকের ছদ্মবেশে !
জ্বলিয়া প্রদীপ দিয়াছে আলো,
প্রেম ভালোবাসার কত আশা ঢালো,
নিভিলে প্রদীপ আঁধারে হারাবে
জীবনের পথ শেষে।
এই আলো দেখে কত আশা বুকে,
কত অচেনাকে নিয়েছিলে ডেকে,
কত অচেনা পথ পেরিয়ে যেদিন
পৌছে গেলে নতুন দেশে!
পিছনে প্রদীপ এই বুঝি নেভে,
ভালোবাসার ঘৃতাহূতি কে আজ দেবে,
শুণ্য প্রদীপের শূণ্য বুকে ধোয়ায়
অশ্রু মেশে।
অন্ধকারে বন্ধ ঘরে প্রদীপের অবহেলা,
সব সাধকই সাধনার ছলে করে যায় একই খেলা।
তোমারই হিতে জ্বলেছিল যে,
জ্বলিয়া মরিল শেষে।
নিরন্তর চলিবে একই ভাবে জ্বলা
একই ভাবে ঘরে এসে।
–~০০০XX০০০~–