আগুন পাখি
অনিমেষ চ্যাটার্জী
***********
আগুন পাখিটা ঘুম ভেঙে
হঠাৎ গা ঝাড়া দিলে,
পালকে পালকে ঝরে বিপ্লব।
পাখির কঠিন ঠোঁটে চমকায় বেয়নেট,
কর্কশ কণ্ঠের উল্লাসে সাইরেন,
দৃপ্ত পদক্ষেপে সাঁজোয়া গাড়ির গতিবেগ।
ডানা মেলে দিলে গুমরে ওঠে মেঘ,
আতঙ্কে মুখ ঢাকে আকাশ,
লাখে লাখে ওড়ে বোমারু বিমান।
প্রতি নিশ্বাসে বিষ, লকলকে জিভ,
নাপাম বোমার মতো গ্রাস করে সভ্যতা।
ছড়ানো ছিটোনো ঘুম ঘুম নীরবতা,
পৃথিবীর কোল ঘেঁষে নির্বাক আমি,
পাখির তীক্ষ্ণ চোখে সূচ্যগ্র ভূমি।।
–~০০০XX০০০~–