প্রধান ভৈরবী
প্রবীর ভৌমিক
বাক প্রতিমার অতুল ঐশ্বর্য নিয়ে কোথায় হারালে প্রিয় প্রধান ভৈরবী ।
তোমার অভিজ্ঞানে
আস্থা ছিল ,আস্থা ছিল বিবেচনা সম্মত দ্বিধাহীন সমসাময়িকতা আর অনন্ত উদার মননে।
বিরল মানুষের লুপ্ত হয়না কিছুই
থেকে যায় শূন্য বাস্তব থেকে পূর্ণতার অপর বাস্তবে ।
থেকে যাবে মন্ত্রের মতন তোমার কাব্য উচ্চারণ ।
বন্ধু ,দেখা হবে তোমার ছায়ার সঙ্গে
অলৌকিক কোনও এক রাতে।
–০০০XX০০০–