পরাজিত মন
সোমনাথ প্রামানিক
নিঃস্ব আমি বিশ্ব মাঝে
এক ঝাঁক স্বপ্ন বুকেতে ।
কোথায় রাখি সে সকলি
ভাষা না আসে মুখেতে ।
গরব আমি একটি ঘর
ভরবে তা যে সুখেতে ।
আশায় সে সব রইল মোর
ভরে গেল যে দুঃখেতে ।
কান্না হাসি লুকোচুরি
একাই আমি ভেবে মরি ।
শূন্য করে চলে যাবে সে
এইতো ভেবে সদাই ডরি ।
করতে পারি অনেক কিছু
বাধ সাধে যে বিবেক ছড়ি ।
হারলে পারে ভাগ্য কাছে
জুটবে বোধ হয় গলায় দড়ি ।।
–০০০XX০০০–