এই পথ
অসিত ঘোষ
এই পথ কি কোনদিন শেষ হবেনা
সুন্দর প্রকৃতির রাস্তা ধরে নিয়ে গেলে
তোমরা যখন চলছিল রাস্তা ধরে
আমিও চলেছিলাম তোমাদের সাথে
ভেবেছিলাম নতুন কোন দিশা।
তাই তোমাদের আনন্দ ছিল,
আমারও আনন্দ ছিল তোমাদের সাথে।
তখন বুঝি নাই ‘রক্ত ও মাংস’ নিয়ে
তোমাদের আনন্দের পরিচিতি।
যে পথ ধরে আমি হেঁটে গিয়েছিলাম
সেই পথ তোমরা কাঁধে করে ফের
নির্জীব ‘রক্ত-মাংস’ দেহ, মধ্যে ঝুলিয়ে।
কবে শেষ হবে বুভুক্ষু মানুষের ইচ্ছা
আমরা মুক্তি পাব আমাদের আনন্দে।
তোমরাই বানিয়েছ প্রচার করেছো
বলেছ বিধাতার সৃষ্টি আমরা অবোলা
আমাদের জন্ম ও মৃত্যু এইভাবেই
তাইতো বিধাতা দিয়েছে বিধান
মানুষের এই অকাল মৃত্যু।
–০০০XX০০০–