অঘটন
নবু
বৃষ্টির সুর নুপুরের সুর –
মিলেমিশে একাকার,
এই বাংলায় এত অঘটন
কে করে তার প্রতিকার?
সবাই তো বলে আমি আছি পাশে –
গরিবের মৃত্যু শুনে আশ্বাসে।
বেকার যুবক হেথা হোথা ঘোরে
একটা কি চাকরি কেউ দিতে পারে?
রাজনীতি করো মিছিলেতে যাও
সুযোগ পেলে লুটেপুটে খাও
আরো ভালো হয় কিছু ভাগ দাও
ভাঙ্গা বলে ভেঙে দাও
অট্টালিকা তোলো
ফ্ল্যাট কিনে চলে যাও
বাবা মাকে ভোল।
সংসার সুখের হবে বউ যদি ভাবে
কাজ যদি পেতে চাও ঘুষ দিতে হবে।
তবে এ বাংলা সোনার বাংলা হবে।
–০০০XX০০০–