মনোবেদনা
মৃনাল কান্তি বাগচী
তুমি আসিবে সেই আশায়
পেতে রেখেছি হৃদয়ে আসন,
আসি আসি করে আজও আসোনি
তাই মানতে চায়না উচাটন মন।
মনের কথা মনেতে রয়েছে
বলিতে পারিনা তোমাকে,
তোমার না আসার বেদনা
তিলে তিলে কষ্ট দেয় মোর
হৃদয়কে।
বুঝেও বোঝোনা তুুমি
আমার মনের কথা,
তোমার বিরহে দিনে দিনে বাড়িছে
মম হৃদয় মাঝে পাহাড় সম ব্যথা।
তুুমি আসিবে সেই আশায়
আজও আছি পথ চেয়ে,
মোর সব ব্যথার উপশম হবে
তুমি আসিলে,একান্ত ভাবে তোমায় পেয়ে।।।
–~০০০XX০০০~–