কিছুই আমার নয়
শিব প্রসাদ হালদার
সারা জীবন কাঁদলাম আমি
আমার আমার করে,
আমার বলে নেইতো কিছুই
এই চরাচরে!
আপণ ভেবে আগলে রেখে
করলাম কত গর্ব,
যা আছে তা নয়তো আমার
গর্ব যে সব খর্ব!
দেখছ যত সবই তাঁর
সবই দয়ার পরে,
আমার বলে নেইতো কিছুই
এই চরাচরে!
বাঁচা মরা চলা বলা
সবই বিধির দয়ায়,
যাবে থেমে সবই যখন
থাকবে নাতো সহায়!
সব জিনিসের মালিক যিনি
সারা বিশ্ব পরে,
ফিরিয়ে নিলে সবই শুন্য
এই চরাচরে.
–~০০০XX০০০~–