মন পাখি
আগন্তুক
মন পাখি তুই যা উড়ে যা ,
যা তোর আপন ঠিকানায় !
বৃথাই তোকে ধরে রাখা ,
বেধে প্রেমের বাসনায় !
তোর উদাস উদাস চোখে চাওয়া ,
নীরব বধির হয়ে রওয়া !
ভালো লাগেনা আমার ও যে ,
তোর ক্লেশ ভরা যাতনা সওয়া !
না জানি তুই কি যে ভাবিস ,
কিসের লাগি স্বপ্ন বাধিস !
কিসের মোহে অশ্রুজলে ,
অথৈ জলে একলা ভাসিস !
ভাবনারে তুই একলা বসে ,
হিসেব কষে সব ভুলিয়ে !
কি ছিলো তোর হারিয়েছিস কি ,
যাবিই বা তুই কি নিয়ে !
দেখনারে তোর আঁখি খুলে ,
ভূবন ডাঙার সর্বতরে !
সুখ দুঃখ ,সফলতা ব্যর্থতা ,
আছে যে এক একের পরে ।
তাই বলি তুই কর্ম কর ,
রেখে বিশ্বাস স্বয়ংবল ।
যা পাবার তুই তাই পাবি ,
বাধা ভেঙে এগিয়ে চল ।।
–~০০০XX০০০~–