সর্দার বলে, কে মারে পেছনে লাথি?
এতো সম্মানে! সেই তো যোগ্যসাথী!
প্রেমাঙ্কুর মালাকার
একটি জাহাজে, ডেকে অনেকেই,
দাড়িয়ে রয়েছে ঠায়-
হঠাৎ একটা, মেয়ে জলে পড়ে!
সব করে হায় হায়!
সবাই দেখছে! কিন্তু কেউতো,
ঝাঁপিয়ে পড়েনা জলে-
মৃত্যুর মুখে! যাতে মেয়েটির,
উদ্ধার কাজ চলে!
হঠাৎ একটি, স্যুট-বুট পরা,
পাঞ্জাবী সর্দার-
জলে ঝাঁপ দিয়ে,এক হাতে করে,
মেয়েটিকে উদ্ধার!
সকলেই করে, সর্দারজীর,
প্রশংসা শত মুখে-
ধন্য!ধন্য! মালা দিয়ে বলে,
অসীম সাহস বুকে!
সর্দার বলে, ডেকের ওপরে,
কে মারে পেছনে লাথি?
তার সাথে সব, ভাগ করে নেবো!
সেই তো আমার সাথী!
–~০০০XX০০০~–