বেঁচে থাকার শরদ
মৃনাল কান্তি বাগচী
আবার যদি তুুমি আমার কাছে আসতে ফিরে,
আমার সব অপূরণ স্বপ্ন পূরণ হতো,যা ছিল তোমায় ঘিরে।
ইচ্ছে হয় আবার ভাসাই তরনী ভালোবাসার দরিয়ায়,
যে ইচ্ছে হয়নি পূরণ, তা যদি পূরণ হয় নতুন করিয়া।
জীবনের অনেক স্বপ্ন,যা রয়ে গেছে স্বপ্ন হয়ে,
সেই স্বপ্ন যদি সার্থক হতো, কত দুঃখ যেত মন থেকে হারিয়ে।
মনের স্বপ্ন থাকে মনেতে, কখনো কখনো অনেক স্বপ্ন হয়না বাস্তব,
তবুও মনেতে আসে কত স্বপ্ন যা সত্যিই অবাস্তব।
অনেক স্বপ্ন অবাস্তব হলেও, সেই স্বপ্নই মনের রসদ,
তাকে সম্বল করে, পাওয়া যায় বেঁচে থাকার হৃদয়ের শরদ।।।
———– ++++++++ ———–