প্রেম
উৎপল সেন
ফুলের মতই সুন্দর তুমি,
শিশিরের মতই পবিত্র….!
বুকের মাঝে ঝোড়ো হাওয়া তুমি
বোঝা দায় তোমার চরিত্র।
কখনো তুমি ফুলের সৌরভ,
কখনো কাঁটার জ্বালা…!
কখনো কালো অমাবস্যা,
কখনো সোনালী থালা।
কালবৈশাখী রূপে কখনো,
কখনো মলয় বাতাস…..
ধনীজনেরাও তোমায় না পেয়ে
জীবনে হয় হতাশ।
কারো জীবনে তুমি ব্যক্ত,
কারো জীবনে অব্যক্ত।
তোমায় না পেয়ে মানব জীবন,
হয়ে পরে নিঃস্ব রিক্ত।
প্রতিটি মানুষ তোমার পরশে,
মেতে ওঠে সদা মনের হরষে।
অভিযোজনের অভাবে তুমি,
আজ, ক্ষতবিক্ষত,তবু প্রেম
তুমি চির সুন্দর চির শ্রেষ্ঠ চির শাশ্বত।
–~০০০XX০০০~–