রিক্ত রাতের বাসনা
মৃনাল কান্তি বাগচী
মোর রিক্ত রাতের স্বপ্নগুলি
ভেসে বেড়ায় তারা ভরা আকাশে,
মোর ভালোবাসা হারিয়ে গিয়েছে
সুদূর তারাদের দেশে।
বারে বারে খুঁজি তথায়
মোর হারিয়ে যাওয়া ভালোবাসা,
হাজারো খুঁজেও পাইনে সেথায়
আমি কোন আশা।
আশায় আশায় কেটে যায়
কত শূন্য রাতি,
দিনের পর দিন চলে যায় কত বিনিদ্র রজনী,
তবুও খুঁজে পাইনে ভালোবাসার বাতি।
ভালোবাসার বাতি হারিয়ে গেলে
থাকে তার স্মৃতি,
সেই স্মৃতি স্মরিয়ে
কেটে যায় দিবস রাতি।
স্মৃতির সাগরে ডুবে গেলে
অশান্ত বুভুক্ষু মন,
তারি মাঝে খুঁজে পাই
হারিয়ে যাওয়া ভালোবাসা, যা হারায় না কখনো।
ভালোবাসা থাকে
চিরকাল ভালোবাসার মাঝে,
ভালোবাসা কখনো হারায়না
তার অনুরনন সদা হৃদয়ে বাজে।।।
–~০০০XX০০০~–