।। রাধারমণ ।।
✍ : অনিমেষ চ্যাটার্জি
এ হেন রূপ হেরি শ্যামের,
অবাক নয়নে চাহি,
হৃদয় জুড়ায় ভাষা হারায়,
আর কিবা কহি ?
ফুলমালা মাঝে নীলাম্বর বেশে,
বিরাজেন ঘনশ্যাম,
আকুল শ্রীমতি গদগদ অতি,
ঝরে তাঁর দু নয়ান।
কোমল অঙ্গে ধরিছেন বাঁশি,
আহা মোর গিরিধারী,
মধুর সুরে রাধা রাধা ডাকে,
বারেক ফিরি ফিরি।
সুর বাজিছে রাইধনী কানে,
শ্যাম নূপুর ধ্বনির,
অকুলিয়া বুঝি উঠিল পরাণে
বৃষভানু নন্দিনীর।
কহেন শ্রীচরণ ধরি রাইসুন্দরী
প্রভু রাখো গো পায়ে,
তব সঙ্গসুখ মিলে যদি নাথ,
প্রিয়া না ফিরিতে চাহে।
আধেক অঙ্গ তুমি হয়ো প্রভু,
আধেক অঙ্গ আমি,
একই দেহে রাধারমণ রবে,
জনমে জনমে স্বামী।
–~০০০XX০০০~–