ভয় কুড়ে খায়
—— সুপ্তোত্থিতা সাথী
একটা কেমন ভয় কুড়ে খায়, ভয় কুড়ে খায় নিজের মতোন করে
ভেতর পোড়ায়,গোপন ডেরায় বাড়তে থাকে নিজের আঁতুড়ঘরে।
অসাড় শরীর, বুক ঢিপঢিপ ফুরাচ্ছে দিন অযতনের ভারে
একলা জীবন,মাকড়সাটার পদস্খলন ঘটছে বারে বারে।
দে’য়াল কেমন চুপ করে ঠায়,সব দেখে যায় নিরুত্তাপের ছলে
চালছে জীবন পাশার ঘুঁটি ,মানুষ বেবাক, জব্দ খুড়োর কলে।
খেয়াল-খুশির উড়াল কেবল কল্পনাতে, ফুরফুরে মন
ইচ্ছেডানায় ওড়ে
অলক্ষ্যে যার বিধান লেখা! নসিব,কপাল; যখন-তখন পোড়ে।
তাইতো কেমন ভয় কুড়ে খায়,ভয় কুড়ে খায়,খেতেই থাকে কষে
ভাগ্য-জাঁতায় রোজ পিষে যায় স্বপ্নগুলো,কী জানি কার দোষে!?
–~০০০XX০০০~–