দেশ হারানোর আর্তনাদ
কিশোর বিশ্বাস
আমি তো নেই নদী কি আর জোয়ার ভাটা খেলে ?
আমি তো নেই প্রজাপতি পাখনা কি আর মেলে ?
আমি তো নেই মেঘ কি আর তেমন রঙিন হয় ?
আমি তো নেই আউশ খেতে হাওয়া কি আর বয় ?
আমি তো নেই ছাগল ছানা লাফায় কি আর মাঠে ?
আমি তো নেই গাঁয়ের বধূ জল ভরে কি ঘাটে ?
আমি তো নেই কিষানী কি আর ফ্যান তেলানী রাধে?
আমি তো নেই গাঁয়ের মেয়ে খোপা কি আর বাঁধে ?
আমি তো নেই সকাল হলে শাপলা কি আর ফোটে ?
আমি তো নেই অলি কি আর মধুর লোভে জোটে ?
আমি তো নেই শ্মশানে কি আর তেমন চিতা জ্বলে ?
আমি তো নেই পাখিরা কি আর কুলায় ফেরে দলে ?
আমি তো নেই মাঝি কি আর পাল তোলে তার নায়?
আমি তো নেই উদাস পথিক ফেরে কি আর গাঁয় ?
–~০০০XX০০০~–