তথাগতের বোধিপথ
মণিকা বড়ুয়া
আমি সুজাতার মনকে বুকে করে হেঁটে যাই গয়ার বিম্বিসার রাজত্বে।
আমি বিশাখার ঋজুতা ও দৃঢ়তা মাথায় করে ছুটে যাই সারনাথ, লুম্বিনী ও কুশীনগর।
আমি মায়াদেবী ও গোতমীর ত্যাগ সাধনায় ধ্যানমগ্ন হয়ে পৃথিবী গর্ভ থেকে উঠে পড়ি।
আমি গোপার নিষ্ঠা, ত্যাগ ও অভিমান বুকে নিয়ে ধীর স্থির যজ্ঞপথ খুঁজে নিই।
বহু বিভক্তি চিহ্নে অশান্ত মন আমার নতুন দিশায় স্থির হয়—– পূর্ণ হয়ে ওঠে তথাগতের বোধিপথে।
–~০০০XX০০০~–