ট্রাম দিলো উপহার!
জীবনে মিলবে আর?
প্রেমাঙ্কুর মালাকার
ট্রাম চলছিলো, বেশ ঠাসা ভীড়!
যেতে যেতে ট্রাম দোলে-
রূপসী মহিলা, আচমকা পড়ে,
ভদ্রলোকের কোলে!
শাড়ী সামলিয়ে, কোল থেকে ওর,
উঠতে সময় লাগে-
ডান হাতে ভর, রেখে উঠে বলে,
ক্ষমা করে দিন আগে!
ভদ্রলোকটি, বলে প্রকাশ্যে,
এতে কি ক্ষমার আছে?
ইচ্ছে করেতো, আজ পড়েন নি,
আমার কোলের কাছে?
মনে মনে ভাবে, ট্রাম দিলো আজ,
যেন সেরা উপহার!
ট্রামে বাসে যেতে! সারা জীবনেও,
এমন মিলবে আর?
–~০০০XX০০০~–