একা একা
রণজিৎ মন্ডল
মেঘলা কালো চুলের আড়ালে
পটোল চেরা চোখের চাওনি,
যেন নিপুণ শিল্পীর নিপুণ হাতে তুলির টানে আঁকা,
মেঘরাশির ন্যায় কালো চুলে রূপ তাঁর
ঢাকা!
অবসণ্ণ আমি বিষণ্ণ বদনে, কালো মেঘে
আবছা আলো আঁধারে জানালার ধারে,
ভাত খাওয়া দুপুরে, আমি একা,
চেয়ে থাকি, শুণশাণ রাস্তা, ফাকা আকাবাকা, আমি চেয়ে থাকি একা!
ঝম্ ঝম্ বৃষ্টির আনাগোনা, কখনও মেঘ, কখনও রোদ, এক পলক দেখা!
হুড়মুড়িয়ে নামা ছাত থেকে, কত জন্ম
পরে যেন কাউকে দেখা,
তবু তো আমি একা!
কাণে এলো ও বাড়ির বকাঝকা,
নীরবে শুনছি একা একা,
কি রে, কোথায় যাস? কোথায় থাকিস?
এই বৃষ্টিতে একা!
ভাবছিলাম উত্তরটা শুণবো, শুণতে পেলাম,
তোমরা আমায় বেঁধে রাখো কাকা,
আর পারছি না, সকাল, দুপুর, বিকাল,
সন্ধ্যায়, এই বকা ঝকা!
তারপর সব চুপ, যেন শ্মশাণের নীরবতা, আমি এখনও জানালায় বসে
আছি আধো ঘুমে আধো জেগে তখন
থেকে একা একা!
–~০০০XX০০০~–