রূপকথা
ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায়
সেই ছোট্টবেলার যুবরাজ
মনপবনের দাঁড় বেয়ে বেয়ে
আমার কাছে হাজির।
আমার ঘুমন্ত চোখে
বুলিয়ে দিয়ে সোনার কাঠি
বললে কন্যে ওঠো এবার
কান্নাচোখে তাকাও না আর।
যত আদর,যত স্নেহ
ভরিয়ে দেবো হদয়গেহ
রূপকথা তে থাকবো দুজন
বিহঙ্গমা করবে কূজন।
কন্যে বলে হোক না মিছে
কল্পনাতে জাল বিছিয়ে
ইতিহাসের পাতাতে নয়
রূপকথাতে ঠাঁই টি পাবো।
–~০০০XX০০০~–