মানা না মানা – আপনার
বাবু বিশ্বাস
তুমি যদি পেটের দায়ে অন্যের পকেটে হাত দাও তবে তুমি পকেটমার, আর তুমি যদি উন্নয়নের দোহাই দিয়ে দেশের আপামর জনগণের পকেটে হাত দাও তবে তুমি সরকার…
তুমি যদি পেটের দায়ে মিথ্যা কথা বল তবে তুমি মিথ্যাবাদী, আর তুমি যদি ভোটারের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বল তবে তুমি রাজনীতিবিদ….
তুমি যদি চলন্ত ট্রেনে দাঁড়িয়ে হাত পাতো তবে তুমি ভিখিরি আর যদি এসি রুমে বসে হাত পাতো তবে তুমি হয় নেতা বা সরকারি আমলা….
তুমি যদি পেটের দায়ে পরপুরুষের সঙ্গে শোও তবে তুমি পতিতা, আর তুমি যদি রোলের লোভে প্রোডিউসারের সঙ্গে শোও তবে তুমি উঠতি নায়িকা…
তুমি যদি আমার থেকে একশো টাকা ধার নিয়ে আর ফেরত না দাও তবে তুমি চিটিংবাজ, আর তুমি যদি ব্যাংক থেকে কয়েকশো কোটি টাকা লোন নিয়ে আর ফেরত না দাও তবে তুমি কর্পোরেট বরোয়ার….
–~০০০XX০০০~–