দেশে ট্রাম ভাড়া, যদি কম হয়!
ট্রাম ছেড়ে হেঁটে, কমে সঞ্চয়!
প্রেমাঙ্কুর মালাকার
স্কটল্যান্ডের,অধিবাসী খুব,
কৃপন স্বভাব হয়-
জন্মের পর, থেকে কৃপনতা,
যেন খুনে মিশে রয়!
দেশে একবার,ট্রাম কোম্পানি,
কমায় ট্রামের ভাড়া;
এতে ক্ষেপে গেলো,স্কটিশ জনতা,
উত্তাল দেশ সারা!
মিটিংমিছিল,চলে বিক্ষোভ,
প্রতিবাদে মাতে সব!
আমেরিকাবাসী, যুবক তা শুনে,
পুরোপুরি তাজ্জব!
তিনি বললেন,স্কটিশকে ডেকে,
ভাড়া কমানোতো ভালো!
এর বিরুদ্ধে, কেন প্রতিবাদে,
ক্ষোভের আগুন জ্বালো?
স্কচ তেড়ে বলে, ভাড়া কমে গেলে,
পয়সা কিকরে জমে?
ট্রাম ছেড়ে হেঁটে,গেলে যা বাঁচতো,
সে টাকা গেলোনা কমে?
এর প্রতিবাদ, করবোনা বলো?
বুদ্ধি নেইকি ঘটে?
আমেরিকানটি, তাশুনে বললো,
তাও তো সত্যি বটে!
–~০০০XX০০০~–