// আষাঢ় //
✍ অনিমেষ চ্যাটার্জি
মেঘের ঘনঘটা সারা আকাশ জুড়ে
শীতল হাওয়া দেয় দোলা প্রাণের পরে,
বরিষধারে শুনি নূপুর রিনিঝিনি
আষাঢ় মেঘস্বরে বরষা রাগিণী।
আকাশ চিরে ওই বিজলী চমকে
কাঁপন জাগে বুকে ঝড়ের দমকে,
সন্ধ্যা নামে বুঝি আলোক হারিয়ে
ঝাপসা প্রান্তর দৃষ্টি ছাড়িয়ে।
প্রবল বারিধারে সিক্ত পল্লী
বেণু বনচ্ছায়ে মুখর ঝিল্লি,
কানন মাঝে শুনি ভেকের সুরধ্বনি
বাদলধারে বাঁচে তৃষিতা ধরণী।
ধানের ক্ষেত দোলে হাওয়ায় শনশন
ভেজা মাটির বাসে ভিজেছে প্রাণমন,
ত্রস্তা গাভী আজি কোথা আকুল হায়
শান্ত নদী বুঝি কুল ছাপিয়ে যায়।
পাখিরা নীড়ে ফেরে আঁধার দিন শেষে,
পথহারা পথিক শান্ত দ্বারে এসে।
ঝড়ে নিভেছে দীপ আগল ভেঙেছে
জলের ফোঁটা পড়ে ,বৃষ্টি থেমেছে।।
–~০০০XX০০০~–