তরজা
কাকলি ঘোষ
পেঁচা কয় পেঁচি রে
সরে ব’স দেখি রে
পেঁচি কয় স’রি কোথা?
আর ঠাঁই নাই হেথা।
পেঁচা কয় শরীরটা
কমা দেখি এবারে
এ গরমে ঠেসাঠেসি
ভালো আর লাগে রে?
পেঁচি কয় তুই বড়
মুখফোঁড়, মন্দ
হিংসুক, বেয়াদপ
নেই কোন সন্দ।
খেটেখেটে করে দি-ই
সংসারে প্রাণপাত
তবু তোর মুখে শুধু
নিন্দাই দিনরাত।
পেঁচা কয় কী গেরো
রেগে হ’স চারখান
দ্যাখ দেখি কেমন
এ রাত আজ শুনশান।
দুজনেতে মিলে আজ
গান ধরি ছন্দে
আয় আয় কাছে আয়
কাজ নেই দ্বন্দ্বে।
পেঁচি কয় থাক থাক
রুচি নেই সোহাগে
মোটা বলে খোঁটা দিলি
এক্ষুনি, এর আগে।
হেসে হেসে পাশে বসে
পেঁচা কয় পেঁচি রে
গরমেতে মাথা তোর
ঘেমে গেছে দেখি রে!
পড়ে থাক সব কিছু
গোল্লায় যাক কাজ
এক্ষুনি এ বাসায়
আনবই এ.সি আজ।।
–~০০০XX০০০~–
ছোটবেলার স্মৃতি উস্কে দিল এমন কবিতা