“লা-জবাব”
✍ বৌধায়ন ঘোষ
আমরা গাছ ভালোবাসি
কিন্তু আমরাই গাছ কাটি।
আমাদের অনেকের বাড়ীতেই
নানারকম গাছ আছে।
আমার বাড়ীতেও আছে
অনেক রকম চারা গাছ।
তুলসী, জবা আরও নানারকম,
নানা রঙের সুন্দর সুন্দর ফুল গাছ।
বেড়াতে গিয়ে বাবা এনেছে
নানা রংয়ের গোলাপ গাছ।
গোলাপী, সাদা, লাল, হলুদ।
যখন ফোটে সেই গোলাপ
দেখতে লাগে লা-জবাব।।
–~০০০XX০০০~–