“যতক্ষণ শ্বাস”
✍ ডঃ মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার)
হারিয়ে গেছে পদ্মবনে
ঘাস ফড়িংদের মতো
হারিয়ে গেছে বাল্যকালের –
সকল স্মৃতি-সুধা ক্ষত।
মাঝ আকাশে হৃদয় কাঁপে
তামসরাতে স্বপ্নমাখা সুখ
শরম-মরম-পরম সুখের আশে
রূপ সাগরে দিই ডুব…।
চাঁদের ভেলায় তারার মেলায়
চড়ুই পাখির ক্ষুদ্ধ কাঁদন তিয়াস
হরিণ চোখে কাজল খুঁজে মরন জেনেই –
যতক্ষণ শ্বাস ততক্ষন আশ।
–~০০০XX০০০~–