“ঘোলা জলে মাছ ধরা! মাছ প্রায় আধমরা!”
✍ প্রেমাঙ্কুর মালাকার
শীতের শুরুতে বালুরঘাটেই
মৎস শিকার চলে-
ধামাতেই জাল মুরে ওরাসব
মাছ ধরে ঘোলা জলে।
“ঘোলাজলে মাছ” বাংলা প্রবাদ
খাবি খায় হরদম ;
কাদাজমি জলে ওদের তখন
সাঁতারে শক্তি কম।
মানুষের পাতা জালে ধরা পড়ে
মানুষ ওদের যম!
খাদ্যখাদক মৎস্য মানুষ
মানুষ কি নির্মম?
শীতে কই শিঙ মাগুর ল্যাটারা
কাদায় দেয় যে ডুব;
সেই কাদাজলে তখন ওদের
ধরাযে সহজ খুব!
আমিও ধরেছি শৈশবে মাছ
পুকুরের জল ছেঁচে;
কাদামাখা ভূত মাছ ধরে ফেরা
আনন্দে নেচে নেচে!
–~০০০XX০০০~–