“গোলাপ ফুটুক”
✍ কাকলি ভট্টাচার্য্য মৈত্র
রোজ রোজ গোলাপ ফুটুক
সীমান্তের কাঁটাতারে
ধর্ম, বর্ণের বৈষম্যকে ছুঁয়ে নামুক গোলাপ বৃষ্টি
শিশুশ্রম নিপাত যাক
গোলাপ ছুঁয়ে দিক, শৈশবকে
তরুণ প্রজন্ম, গোলাপ ছুঁয়ে শিখুক..
দায়বদ্ধতা
লাল গোলাপের ভালোবাসার প্লাবনে ভেসে যাক
সামাজিক বৈষম্যের গ্লানি
সম্মান পাক নারী, মাতৃত্বের আবেদনে
রোজ রোজ গোলাপ ফুটুক
বিভীষণের বাগানে, শকুনির বাগানে, দুর্যোধনের বাগানে
রোজ রোজ গোলাপ ফুটুক
তোমার মনে আমার মনে আমাদের সন্তানদের মনে
গোলাপ ফুটুক
লাল টুকটুকে গোলাপ…
–~০০০XX০০০~–