“অভিমানী প্রকৃতি”
দীপ্তি মুখার্জি
প্রকৃতি তুমি কত সুন্দর কেন তুমি বোঝনা কেউ তো করেনা তোমাকে অনাদর।
আপন মনেতে চলো আপন ভাবে সাজো , কত আঁকাবাঁকা পথ কত রে নতুন অভিযান খোঁজো,
নদী-নালা যায় বয়ে পাহাড়ের কোল দিয়ে
যেন ছোট শিশু মাতৃ ক্রোরে,” তাও তুমি বলো তুমি আছো অনাদরে ” ।
তুমি যে অভিমানী বড় জানি তো সে কথা, সবাই তো বোঝেনা ভাষা , তাই তো মনে আসে কত ব্যথা।
তুমি কত সুন্দর তুমি তো চিরসবুজ——-
কেন এত ব্যথা পাও, ওরা যে বড়ই অবুজ।
প্রকৃতি তুমি রেগো না, শুধু আঁকড়ে রাখো মৃত্তিকা—-,
নইলে ভূকম্পে বিশ্বে রূপ নেবে সুদূর মরীচিকা।।
পারবে তো সহ্য করতে বিশ্বের এই হাহাকার?
এবিশ্ব এসে দারাবে যেখানে দেখবে শুধুই অন্ধকার ।।
–~০০০XX০০০~–
অনবদ্য!
তবে “দারাবে” =?