“রোবটের কান্ড”
✍ বৌধায়ন ঘোষ
রোবট এমন যন্ত্র –
সব কাজ করতে পারে সে,
যুদ্ধও করে মাঝে মাঝে।
যুদ্ধ রোবট কিন্তু আলাদা
তাদের নাম ফাইটার।
তারা মিসাইল ছোড়ে নিজ হাতে।
ফাইটার তারাই যারা আঙ্গুল আর
মুখ থেকে আগুন ছোড়ে।
লেজার ছাড়তে পারে নিজের চোখ দিয়ে।
ওরা বড় বড় মনস্টারদের সাথে
করে যুদ্ধ – সবার সাথে যুদ্ধ করে।
বোঝা গেল রোবটের কান্ড।
—০০০::XX::০০০—