স্রোতস্বিনী
– পৌলমী দে পুরকাইত –
ফেলে এসেছি বেশ কিছু বর্ষনমুখর শ্রাবণ
মাঝে মাঝেই তুমি এসে পড় স্বপ্নের অজ্ঞাত দেশে আমায় নিয়ে যাও সে সমুদ্রের ধারে
দাঁড়াই আমরা নির্জন সৈকতে
মাথার ওপরে খোলা আকাশ
দিগন্ত বিস্তৃত জল কখনও সে শান্ত,
কখনও উদ্দাম, কখনও শব্দহীন, কখনও গর্জন মুখর
পাশে থেকে দেখি স্থির হয়ে ভাষাহীন দুটি চোখে তুমি চেয়ে আছ সুদূ্রে যেন দূরগামী কোন ব্যথার খোঁজে
তোমার কি কোন কথা নেই?
কি যেন বলবে বলতে বারবার
বলে দাও এইবার
স্বপ্ন দেখেছিলাম সময়ে নির্জন সৈকত মধ্যরাত ভিজব দুজনে আঁধারঘেরা রাত।
এখন দিনের আলোয় দেখি রাত্রির অজ্ঞাতবাসে হারিয়েছে আমাদের সে প্রহরগোনার অমানিশা।
এখন গাঢ় বিস্মৃতির সেসব রাত্রে দেখি চুম্বন ছুঁয়ে কিছু আগুনপাখি উড়ে যায় আকাশে
তবু স্বপ্ন আসে
মাঝে মাঝে ভাষাহীন স্থির ও’দুটি চোখ
সেসব সময়ে
আলোর ফোঁটা হয়ে ঝরে পড়ে কিছু শিশির নিঃশব্দে।
——————