স্বপ্ন সুন্দরী
–:: সুমান কুন্ডু ::- —
কেন তুমি এত সুন্দর
কি এমন আছে তোমা মাঝে?
যে চেয়ে থাকি তবু মুখপানে।
সেদিনের সেই সোনালী দিনগুলি
ভুলতে আমায়, দেয় না তোমায়।
হরিন চোখের চাহনি তোমার
বুকে এসে বেঁধে আমার
তোমার চলার ছন্দে
পড়ে যায় মন দ্বন্ধে।
এলে সামনে তুমি –
রুদ্ধ হয় হৃদয় স্পন্দন
কে তুমি বেঁধে আছো নীড় আজও,
শরীরের প্রতিটি তরঙ্গে।
ঘর ভাঙ্গা বিহঙ্গ যেমন ঘোরে যত্রতত্র –
তোমায় না পাওয়া যাতনা।
ঘোড়ায় আমায় ইতস্ততঃ।
ভালোবাসা তোমার হতো যদি
দুকূল ছাপানো কোনো নদী
হোতো অবগাহিত হৃদয়, দিবা-রাতি।
কে তুমি?
কি আছে তোমা মাঝে?
— ০০X*X০০ —