“পরমের পথ”
–:: ইন্দ্রাণী ব্যানার্জী ::–
সাধিকার বেশ ধরেছি।
মাথায় বঙ্কিম চূড়া
ললাটে রসকলি
গলায় তুলসীর ললন্তিকা।
অপার বৈভব আমার।
আমার একতারাটা
আকাশ পানে তুলে
নৃত্যরত আমি
ধরেছি সাধনার পথ।
তীক্ষ্ণ কাঁটার আঁচড়ে
ক্ষতবিক্ষত খালি পা।
পিছলে যাবার ভয়।
কারা যেন তেড়ে আসে।
বলে বন্ধ করো গান।
সাধিকার বেশে চলেছি।
আমার চোখে আগুন
পরমের গান গাই।
বুকে আমার ব্যাত্যার সাহস।
পরমের পথে গেলে
বাকি সব কিছু
মেকি হয়ে যায়।
—-ooXXoo—-