“ধর্ম থাকুক মনে”
–:: বৃষ্টি পাল ::–
করোনার ভয় উধাও হঠাৎ,
ধর্ম তুলেছে ফনা|
পেটে জ্বলছে খিদের আগুন
সে কথা বলাও মানা|
আমি হিন্দু, আমি মুসলিম
বলছি যে গলা তুলে|
সবার আগে মানুষ আমরা
সে কথা যে গেছি ভুলে|
ঈদ্ মুবারক, জয় শ্রীরাম
বলেনি যে হাসি মুখে,
ব্যাটা নাস্তিক বলে সবাই মিলে
লাথি মারো তার বুকে|
খোঁজ নিয়ে দেখো অসহায় সে,
পেটে জ্বলছে ক্ষুধার জ্বালা||
পূর্নিমা ও ঈদের চাঁদ
তাই শুধু অন্নের থালা|
তোমার দেবতা ফেসবুকে ঘোরে
নিত্য আড়ম্বরে|
আমার দেবতা অন্তরে থাকে
মনের ভীতর ঘরে||
——০$$০——