“জাহাজঘাটা”
–:: কবি – প্রবীর ভৌমিক ::–
এই জাহাজ ঘাটায় আমরা অপেক্ষায় থাকি একটি নির্দিষ্ট
জাহাজের জন্য যার আসার কথা অনেক অনেক আগে
এই জাহাজ ঘাটায় আমরা কেউ কাউকে চিনি না সে ভাবে
কেউ কাউকে দেখিনিও কোনদিন।
শুনশান এই নদীর সামনে আমরা কথাও বলি না কেউ
ইতিমধ্যেই জেনে গিয়েছি যারা কথা বলে অনেক কিছু
বোঝে বলে মনে করে বস্তুতঃ তারা কিছুই বোঝেনা আর
আমরা তো কিছুই বুঝিনা ফলে একধরনের স্বস্তিতে থাকি।
এখানে একজন মূক ও বধির গায়ক গান গেয়ে চলেন
প্রায় সারাদিন প্রায় সারারাত একজন অন্ধ কবি লিখে চলেন
কিন্তু দিনের শেষে তার খাতা একদম সাদা থানের মতো সাদা থাকে,
জটিলতা ও অন্ধকার শূন্য সেই খাতা
তিনি সূর্যাস্তের সঙ্গে সঙ্গে নদীর জলে ভাসিয়ে দেন।
হৃদয় বিকল হয়ে যাওয়া একজন রাজনীতিবিদ হৃদয়
প্রতিস্থাপনের জন্য এখানে এসেছেন উত্তরের দিকে যাবেন এই
আশায় কিন্তু জাহাজটি আসছেনা।
আমরা পরিত্যক্ত অতি প্রাচীন এই জাহাজ ঘাটায় বসে
থাকি উত্তরের দিকে যাবো বলে, শীত প্রদেশের দিকে
যাবো বলে অর্বাচীন আগ্রহে বসে আছি প্রতিবন্ধী হাওয়ার
ভিতরে অথচ আমরা কেউ কাউকে চিনিনা কেউ কাউকে চিনিনা
কেউ কাউকে…
শুধু আমরা প্রত্যেকেই বসে আছি উত্তরের দিকে যাব বলে
শীত-প্রদেশের দিকে যাব বলে।
— ooXXoo —