“অনুভূতির আখর”
********************
–:: ঈশিতা চৌধুরী ::–
তোমার আধো অন্ধকারে ধ্রুবতারা হতে চাইনি
তোমাকে যে আজও মনের মতো করে পাইনি …..
তুমি চিরকালের আমার, ডায়েরির পাতার ভাঁজে গোলাপের শুকনো পাতা,
প্রতিটি কাঁটার ভিড়ে আমার বিবর্ণ-প্রায় হলদে সাদা নীল নীরবের গোপন কথা,
আমি এই অভ্যেসে রোজ ভালো আছি,
এই তোমাকে নিয়ে রবীন্দ্রনাথ নজরুলে আমার নিত্য কানামাছি…..
তোমার হারের শেষে আমি অস্তিত্বহীন, নিঃস্ব
নিরুদ্দেশী অনায়াস অন্তিম,
হৃদয় মোহনা কুলে অব্যক্ত, অধীর, পরাধীন …..
তবু তোমার আকাশ নীলে রামধনু হতে চাইনি,
তোমার কাগজে আমি একদাগ জায়গা যে পাইনি !!
এ অসীম অভিমান, তোমার ঠিকানা ভুলে যায়নি…..
বসন্ত বহুবার আগুন লালেতে ভিজেছে, আমায় ডেকেছে…..
আমার প্রশান্তি তোমার নাম ছুঁয়ে পলাশের
এক পশলা প্রাপ্তি সুখে মুখরিত,
অনুমানি মন, অবাধ্য কবিতায় বারবার অবারিত …..
কত কতবার, আমার এই চোখের পাতায় সূর্য ডুবে গেছে,
তোমার চোখের জলের এক ফোঁটায়
আমার দু চোখ ভরে এসেছে।
বারবার আমার আমি, তোমাকে
ঘুরেফিরে ভালোবেসেছে,
বারবার তোমার তুমি, আমার
এ মন পড়ে হেসেছে…..
…..নীরবে বসে হেসেছে ।।
—ooXXoo—