“অচেনা পথ”
–:: রণজিৎ মন্ডল ::–
চেনা পথ কেন অচেনা লাগে,
চেনা মানুষকে অচেনা,
মসৃন আজই ভঙ্গুর কেন
আনন্দ কেন বেদনা।
মনের কথা মুখে নেই আর
চোখে ফুটে ওঠে কালো যমুনা,
বিরহের ঘাটে সে যেন হাটে
প্রেমের ঘাট সে চেনে না।
এ কোন রাগে বাজিছে রাগিনী
শুনিয়াও কেন শোনে না,
রাত্রি নিশিথে কে এলো পথে
ভয়ে ভয়ে পা ওঠে না।
জোছনা রাতে আঁধার করিতে
চাঁদ করে তাঁরে ছলনা,
সোজা পথ ফেলে বাঁকা পথে
একা পায়না খুজিয়া সেজনা।
যারে মনে করে করে বেদনা ভরে
দেখা কেন সে দিল না,
পারে না যে আর সহিতে বিরহ
ঘাটে যাওয়া বুঝি হল না।
—~~৹৹~~—