স্বপ্ন
✍️ প্রদীপ সরকার
আজি এ প্রভাতে, মোর হৃদয়েতে,
যেন আইলো ভাসিয়া ফাগুন কুসুম মেলা।
তোমার আঁখির ওই নজরে, পরাণ আমার উদাস করে,
হৃদয়ে যেন করুণ সুরে সুররাশি করে খেলা।
ওগো অভিমানীনি, সজনী মম ও সজনী।
কেমনে বোঝাই তোমায়, তুমি আমার মনের রাণী।
মনটা তোমার হারিয়েছে মোয়, হৃদয় কয় জানি জানি।
মনে তোমার আসন পাতি, তুমি মোরে পূজা করো।
আপন কল্পনাতে আমায় ঘিরে, সপ্নের প্রাসাদ গড়ো।
দিনে দিনে ধৈর্য্য তোমার, যাচ্ছে যেন সব হারিয়ে।
ভেবে ভেবে পাইনা উপায়,
কিভাবে কাছে পাই গো তোমায়,
রঙিন যত সপ্ন দেখি, সারাদিনই তোমায় নিয়ে।
হয়তো তুমি ভাবছো মনে, সজন মোর বলে সবই মিছে কথা।
মিছে মোরে সপ্ন দেখায়, প্রাণে জ্বলে মহা বিরহ ব্যাথা।
—-oooXXooo—